নিজস্ব প্রতিবেদক:
পোশাক কারখানা খোলা এবং দোকানে মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় নিশ্চিত হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। এতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ (০৫ মে) সচিবালয়ে বাংলাদেশে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর পরিপ্রেক্ষিতে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভা শেষে এমন মন্তব্য কেরন স্বাস্থ্য মন্ত্রী।
তিনি আরও বলেন, তবে জীবন ও জীবিকা একসঙ্গে চালিয়ে নেয়া এবং করোনা রোগী আর যাতে না বাড়ে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, আমাদের মৃত্যু হার অন্যদেশের তুলনায় কম। প্রথম দিকে সংক্রমণ কম থাকলেও বর্তমানে কিছু বাড়ছে। গত ৮ থেকে ১০ দিনে পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে ৪০০ থেকে ৫০০ করে, এরপর ৬০০ আর বর্তমানে ৭০০ জন করে শনাক্ত হচ্ছে।
যেহেতু গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বাড়ছে, এ কারণে কাজেই সংক্রমণ একটু বাড়বে। এটা আমরা ধরেই নিতে পারি মলে মন্তব্য করেন মন্ত্রী।
জানান, যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আমাদের জীবন এবং জীবিকা দুটোই একসঙ্গে চালিয়ে যেতে হবে। এ কারণে সেভাবেই কাজগুলো করে যাচ্ছি বলে জানান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।