নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৭ জনে। এ দিন নতুন করে আরও ১৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৪৯ জনে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা এবং আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ছাড়া আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বোরপুর গ্রামের এক নারী ও একজন পুরুষ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নাম ঠিকানা প্রকাশের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম।
সান নিউজ/এনএম