চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে একদিনে ১৪ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৭০৯ জন। শনাক্তের হার ৩৪ দশমকি ০৫ শতাংশ। শনাক্তদের ৪১৬ জন চট্টগ্রাম মহানগরের ও ২৯৩ জন উপজেলার বাসিন্দা।
আজ রোববার (১১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে ৬৫ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৫০ হাজার ১৩৪ জন নগরের ও ১৪ হাজার ৮৭৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ১৪ জনের মৃত্যু ঘটেছে। আর এটিই এখন পর্যন্ত চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এদের মধ্যে ৭ জন নগরের ও ৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ নিয়ে করোনায় চট্টগ্রামে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪৯৭ জন নগরের ও ২৭৪ জন উপজেলার বাসিন্দা।
সান নিউজ/আইকে