চট্টগ্রাম ব্যূরো :
গতকালের চেয়ে আজ শুক্রবার চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়ে দাড়িয়েছে ৭৮৩ জনে। মৃত্যু দাড়িয়েছে ১০ জনে। গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান। সেই থেকে চট্টগ্রামে এ যাবত একদিনে করোনা শনাক্তের এটাই সর্বোচ্চ রেকর্ড।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি শুক্রবার (৯ জুলাই) দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ হাজার ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৫১০ জন নগরের ও ২৭৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ৬৩ হাজার ৬৯৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হলেন। এর মধ্যে ৪৯ হাজার ২৮২ জন নগরের ও ১৪ হাজার ৪১৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ১০ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে দুইজন নগরের ও ৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৫৪ জন। এর মধ্যে ৪৮৮ জন নগরের ও ২৬৬ জন উপজেলার বাসিন্দা। এর আগের দিন বৃহস্পতিবার চট্টগ্রামে করোনা শনাক্ত ছিল ৭১৩ জন। মৃত্যু ছিল ৯ জন। আর সেটাই ছিল সেদিনের রেকর্ড।
সান নিউজ/ আইকে