নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ :ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থা আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শুক্রবার (৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মফিজুর রহমান (৬৫), শহীদুল ইসলাম (৪৫), ঈশ্বরগঞ্জের মোজাম্মেল হক (৬০), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), নেত্রকোনা সদরের সাহেরা খাতুন (৭০) ও পুর্বধলার আব্দুল মতিন (৬৮)।
অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), গফরগাঁওয়ের কুলসুম বেগম (৫৫) মোখলেছুর রহমান (৬৫), মীর জান (৮০), ভালুকার আলী নেওয়াজ (৫৫), , শেরপুর সদরের আব্দুস সামাদ (৬৫), জসতিয়া রানী (৪০) ও টাঙ্গাইলের আব্দুল জলিল (৫৬)।
ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৩৮৬ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলের, মমেকের পিসিআর ল্যাবে অ্যান্টিজেন টেস্টে ৬৬৯ নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
সান নিউজ/ এসএ