নিজস্ব প্রতিবেদক: দেশে এখন পর্যন্ত চিকিৎসকসহ ৮ হাজার ২৮৩ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে প্রাণ হারিয়েছে ১৬২ জন চিকিৎসক বলে জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বৃহস্পতিবার (৮ জুলাই) এ তথ্য জানায় সংগঠনটি।
বিএমএ জানায়, আট হাজার ২৮৩ জনের মধ্যে চিকিৎসক রয়েছেন দুই হাজার ৯৫৪ জন, নার্স দুই হাজার ২৩ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৩০৬ জন। গত ৬ জুলাই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এবং করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে মোট ১৬২ জন চিকিৎসক মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক মারা যান গত বছরের ১৫ এপ্রিল। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ।
সান নিউজ/এফএআর