নিজস্ব প্রতিবেদক:
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিষ্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান। করোনাভাইরাসের মহামারীর মধ্যে এ নিয়ে দেশে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হলো।
রোববার (০৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ড. মো. মনিরুজ্জামান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট ছিলেন।
হাসপাতালের মুখপাত্র অধ্যাপক ড. মো. এহতেশামুল হক জানিয়েছেন, "দুদিন ধরে তার জ্বর, সর্দি-কাশির মত উপসর্গ ছিল। রোববার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে নমুনা পরীক্ষা করলে কোভিড-১৯ পজিটিভ আসে।"
এর আগে, গত ১৫ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।
সান নিউজ/আরএইচ