চট্টগ্রাম ব্যূরো :
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১১ জন। এ সময়ে মারা গেছেন আরও ৪ জন। শনাক্তের হার ৩৭.৩৯ শতাংশ। বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৬৫ জন ও বিভিন্ন উপজেলার ১৪৬ জন রয়েছেন। সর্বমোট শনাক্ত ৬২ হাজার ২০০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৪ মারা গেছেন। তারা সবাই নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৮৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৫১ জন।
এর আগে মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রামে করোনা শনাক্ত হয় ৬৬২ জনের। মারা যায় ৯ জন। শনাক্তের হার ৩৫.৫৯ শতাংশ। সোমবার (৫ জুলাই) করোনা শনাক্ত হয় ৫৫৯ জনের। মারা যায় পাঁচজন। করোনা শনাক্তের হার ছিল ৩৪.১২ শতাংশ। রোববার (৪ জুলাই) করোনা আক্রান্ত হয়েছিল ৩৬৯ জন, মারা গিয়েছিল ছয় জন। শনাক্তের হার ছিল ৩৩.৮৮ শতাংশ। শনিবার (৩ জুলাই) করোনা আক্রান্ত হয়েছিল ২৬২ জন, মারা গিয়েছিল একজন। শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। শুক্রবার (২ জুলাই) আক্রান্ত হয়েছিল ৪২১ জন, মারা গিয়েছিল চারজন। শনাক্তের হার ছিল ৩৪.১৭ শতাংশ।
সান নিউজ/আইকে