চট্টগ্রাম ব্যূরো :
কঠোর বিধিনিষেধের মধ্যেও চট্টগ্রামে বেড়েই চলেছে করোনা সংক্রমণ শনাক্ত ও মৃত্যুও সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৬২ জন। মারা গেছেন ৯ জন।
এর আগে দিন সোমবার ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫৯ জনের করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪১৪ জন নগরের ও ১৪৫ জন উপজেলার বাসিন্দা ছিল।
মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি বলেন, কঠোর লকডাউনের মধ্যে বিধিনিষেধ সত্ত্বেও চট্টগ্রামে ক্রমেই করোনা সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করে ৬৬২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ৪৪৯ জন নগরের ও ২১৩ জন উপজেলার বাসিন্দা।
আর এ নিয়ে চট্টগ্রামে মোট ৬১ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭ হাজার ৮৩০ জন নগরের ও ১৩ হাজার ৭৫৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে দুইজন নগরের ও সাতজন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৩১ জন। এর মধ্যে ৪৮৪ জন নগরের ও ২৪৭ জন উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।
সান নিউজ/আইকে