নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই। তবে করোনার রোগীর সংখ্যা বেড়ে গেলে সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. নাজমুল ইসলাম।
রোববার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ বুলেটিনে তিনি এসব কথা বলা হয়।
মহামারির পরিস্থিতি বর্ণনা করে নাজমুল বলেন, বছরের ২৫তম সপ্তাহের তুলনায় ২৬তম সপ্তাহে রোগী বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অক্সিজেন–সংকটে রোগীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তা সাংবাদিকদের জানানো হবে।
মডার্নার টিকা কীভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে বলেও জানান অধ্যাপক মো. নাজমুল ইসলাম।
এদিকে ভারতে আটকা পড়া বাংলাদেশিরা শুধু স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে পারবেন। এ বিষয়ে তিনি জানান, ভারতে আটকা পড়া ব্যক্তিরা সপ্তাহে তিন দিন এ সুযোগ পাবেন। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থলবন্দর দিয়ে তাঁরা দেশে ঢুকতে পারবেন।
ডা. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে অনেকেই চিকিৎসা বা অন্য কাজে প্রতিবেশী দেশ ভারতে যান। তাদের অধিকাংশই স্থলবন্দর ব্যবহার করে যাতায়াত করেন। সরকার নির্ধারিত নিয়ম-কানুন প্রতিপালন করেই তারা সেখানে যান এবং ফিরে আসেন।
সাননিউজ/এফএআর