নিজস্ব প্রতিনিধি, নাটোর :গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে নাটোরের ৪ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া একই সময়ে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৮ জন করোনা সনাক্ত হয়েছে।
শুক্রবার (২ জুলাই) দুপুরে জেলা ডেপুটি সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও নাটোর সদর হাসপাতালে ১ জন এবং উপসর্গ নিয়ে ১ জনসহ মোট ৪ জন মারা গেছেন। সনাক্তের হার ৪২.১৬%। জেলায় মোট মৃত্যু ৫৭ জন। মোট সনাক্ত ৪০৮৩ জন ও সুস্থ হয়েছেন ১৮০৮ জন। সদর হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯১ জন।
সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, বর্তমানে জেলার সর্বত্রই করোনা রোগী বাড়ছে। কয়েক দিন আগেও অনেকে ভাবতেন, এই রোগ গ্রামে ঢুকবে না, গরিব মানুষ সংক্রমিত হবেন না। এখন তাঁদের ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই সবাইকে সচেতন হতে হবে। করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নাটোর সদর হাসপাতালে করোনা রোগিদের চাপ কমিয়ে আনার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেছি। শুক্রবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জরুরী সভা আহবান করেছি। সভায় পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে আলোচনার পাশাপাশি সিদ্ধান্ত গৃহিত হবে।
সাননিউজ/এসএ