নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের চিকিৎসায় যুক্তরাষ্ট্রের মডার্নার ১২ ও সিনোফর্মের ১১ লাখ ডোজসহ মোট ২৩ লাখ টিকা আগামীকাল দেশে আসছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ভিডিও বার্তায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই কথা জানিয়েছেন।
এদিকে চলতি সপ্তাহে মডার্নার ২৫ লাখ ও চীনের সিনোফর্মের ২০ লাখ ডোজ টিকাসহ সর্বমোট ৪৫ লাখ টিকা পাবে বাংলাদেশ।
তিনি জানান, শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো মডার্না টিকার ১২ লাখ ডোজ আসবে। ওই রাতে সিনোফার্মের ১১ লাখ ডোজ পৌঁছাবে।
শনিবার সকাল ৫টার দিকে চীনের সিনোফার্মের আরও ৯ লাখ ডোজ ও রাত সাড়ে ৮টার দিকে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ আসবে।
জাহিদ মালেক বলেন, আমরা দুই ধরণের ৪৫ লাখ টিকা পেয়ে যাব। এরপর টিকার কর্মসূচি আমরা শুরু করে দিতে পারব।
সাননিউজ/এফএআর