স্বাস্থ্য

কাল আসছে মডার্নার ২৫ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের ২৫ লাখ ডোজ টিকা আসছে বাংলাদেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বৃহস্পতিবার (০১ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার টিকাগুলো দেশে আসবে। দেশে চীনের টিকা বিবিআইবিপি-করভি দিয়ে ফের গণটিকাদান শুরুর দিনে মডার্নার টিকা আসার খবর জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা।

তিনি বলেন, ‘আগামীকাল দেশে মডার্নার টিকা আসবে। সময় নিশ্চিত হয়নি। সময় নিশ্চিত হয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

এর আগে গত ৩১ মে কোভ্যাক্সের পক্ষ থেকে পাঠানো হয় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা। রাজধানীর তিনটি স্বাস্থ্যকেন্দ্রে ওই টিকার প্রয়োগ চলছে।

কোভ্যাক্স প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) উদ্যোগে।

এই জোটের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য বিনা মূল্যে টিকার ব্যবস্থা করার কথা। কোভ্যাক্স থেকে প্রথম ধাপে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিশ্বজুড়ে টিকার সংকট দেখা দেয়ায় তা সম্ভব হচ্ছে না।

এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘গত জুনে কোভ্যাক্সের কাছে টিকা পেতে আমরা চিঠি দিয়েছিলাম। কোভ্যাক্স থেকে প্রায় ৭ কোটি টিকা দেয়ার কথা রয়েছে। এটা পর্যায়ক্রমে আসবে।

‘কোভ্যাক্সে সেই চিঠির জবাব আমাদের কাছে এসেছে। উনারা আমাদের ২৫ লাখ টিকা দেবে বলে জানিয়েছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা