চট্টগ্রাম ব্যূরো :
কঠোর লকডাউন শুরুর দিনে চট্টগ্রামে ৫৫২ জনের নমুনায় করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে। যা একদিনের হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ। এই সময়ে করোনায় আক্রান্ত ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে।
১ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে একটি ল্যাবে ২ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৯৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৫৬ জন রয়েছেন। করোনা শনাক্তের হার ২৬.৭৭ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ৫ জন।
এর আগে গত ১২ এপ্রিল চট্টগ্রামে সর্বোচ্চ ৫৪১ জনের করোনা শনাক্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত মে মাস থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে চট্টগ্রাম হটস্পট হয়ে উঠেছে। মাঝেমধ্যে কম নমুনা পরীক্ষায় শনাক্ত কম হলেও নিয়মিত শনাক্তের হার বেশি ছিল। সেই সাথে মৃত্যুও ছিল নজরে আনার মতো। স্বাস্থ্যবিধি মেনে না চলায় এই পরিস্থিতি তৈরী হয়েছে বলে মনে করছি আমি।
সান নিউজ/আইকে