নিজস্ব প্রতিবেদক:
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিট সঠিক ভাবে কাজ করছে কি না, তা যাচাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুমকে প্রধান করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (০২ মে) দুপুরে হাসপাতালটির ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. সাইফ উল্লাহ বলেন, ‘আজ সকালেই এ ব্যাপারে আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা যাচাইয়ের জন্য। আজই হয়তো লিখিত অফিস অর্ডার হয়ে যাবে। তারপর থেকে আমরা চূড়ান্তভাবে কার্যকারিতা যাচাইয়ের কাজ শুরু করব।
সান নিউজ/ আরএইচ