চট্টগ্রাম ব্যূরো :
চট্টগ্রামে মৃত্যু ও শনাক্তে আবারও সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৯৯ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।
৩০ জুন বুধবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে ২৮৪ জন চট্টগ্রাম মহানগরের ও ১১৫ জন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ২৯ দশমিক ২৫ শতাংশ; যা এখন পর্যন্ত শনাক্তের হারে সর্বোচ্চ।
আর মৃতদের মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪ জন ও উপজেলা পর্যায়ে ৬ জন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭০১ জন। এর মধ্যে ৪৭৪ জন নগরের ও ২২৭ জন উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ৮৬৭ জন নগরের ও ১২ হাজার ৮৫৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান ৯ এপ্রিল।
সান নিউজ/আইকে