আন্তর্জাতিক ডেস্ক:
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ১০২টি ভ্যাকসিন বা টিকা তৈরির কাজ চলছে। এর মধ্যে ৮টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩০ এপ্রিল বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছে ।
জানা গেছে, ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পাওয়া প্রতিষেধকের মধ্যে চারটি চীনের। এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে একটি করে প্রতিষেধক তৈরির কাজ চলছে। জার্মানি ও ব্রিটিশ কোম্পানি যৌথভাবে অন্যটি তৈরি করছে।
আমেরিকান ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ (এনআইএইচ) এর তৈরি কোভিড-১৯ রোগের সম্ভাব্য ভ্যাকসিন প্রথম মানবদেহে প্রয়োগ হয় ১৬ মার্চ। এছাড়া যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত ২৩ এপ্রিল একটি সম্ভাব্য প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল করে মানুষের শরীরে।
এদিকে নতুন করে যুক্ত হয়েছে চীনের একটি প্রতিষেধক। তবে তা মানবদেহে প্রয়োগ করা হয়েছে কিনা পরিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অবশ্য অন্য ৭টি মানবদেহে প্রয়োগ করা হয়েছে। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষেধক নিয়ে বেশ আশাবাদী গবেষকরা, তাদের আশা জুনেই আসবে এই পরীক্ষার ফলাফল।
অন্যদিকে চলতি মাসেই করোনার ভ্যাকসিন উৎপাদনে যাবে বলে জানিয়েছে ভারত।
সান নিউজ/সালি