নিজস্ব প্রতিবেদক:
সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনও মুমূর্ষু রোগী কোভিড-১৯ আক্রান্ত বলে সন্দেহ হলে এবং তাকে কোনও কারণে হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমে জানাতে হবে।
একইসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের দেয়া চারটি নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া নম্বর চারটি হলো,
০১৩১৩ ৩৭৯ ১১৩০,
০১৩১৩ ৩৭৯ ১১৩৮,
০১৩১৩ ৩৭৯ ১১৩৯,
০১৩১ ৩৭৯ ১১৪০।
এতে বলা হয়, "যদি কোনও রোগীকে ভর্তি করাতে না পারেন, তাহলে রোগীকে অপেক্ষমাণ রেখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীপক্ষ যে কেউ এসব নম্বরে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, 'আমরা অভিযোগ পাচ্ছি, অনেকে রোগী ভর্তি করাতে পারছেন না। একইসঙ্গে অনেকে হাসপাতালেও যেতে পারছেন না। সেক্ষেত্রে কারও যদি সাহায্য দরকার হয়, তাহলে এসব নম্বরে কল করলে তাকে সাহায্য করা হবে।'
অধিদফতরের নির্দেশনায় বলা হয়, সরকারি বা বেসরকারি কোনও হাসপাতালে কোনও মুমূর্ষু রোগীকে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহ বলে মনে হলে এবং তাকে কোনও কারণে হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হলে, স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত কন্ট্রোল রুমের চারটি নম্বরে যোগাযোগ করতে হবে।
রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য এই নির্দেশ দেওয়া হলো। কন্ট্রোল রুম থেকে রোগীর ভর্তি বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমন্বয় করা হবে।
সান নিউজ/সালি