নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস পরীক্ষা করার জন্য চারটি বেসরকারি হাসপাতালকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এরমধ্যে তিনটি হাসপাতাল রাজধানীতে ও একটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
হাসপাতালগুলো হলো, এভার কেয়ার হাসপাতাল লিমিটেড (সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার হাসপাতাল লিমিটেড, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
২৯ এপ্রিল বুধবার রাজধানীর মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এসব হাসপাতাল শুধুমাত্র তাদের ভর্তিকৃত বা অন্তঃবিভাগে রোগীর নমুনা পরীক্ষা করতে পারবে জানিয়ে তিনি বলেন, আমরা এখনো তাদের বহির্বিভাগে নমুনা পরীক্ষার অনুমতি দেইনি। সেজন্য সরকার নির্ধারিত একটা ফি তাদের নির্ধারণ করে দেয়া হয়েছে। তারা যেগুলো পরীক্ষা করবেন আমাদের তথ্যে তা সংযুক্ত করা হবে। তবে ঢাকা ও এর বাইরে আরো যদি কোনো বেসরকারি হাসপাতাল আমাদের থেকে অনুমতি চায়, সেটাও বিবেচনায় করা হবে। আমাদের টিম গিয়ে তাদের ল্যাবসহ যাবতীয় বিষয় দেখবে এবং পরবর্তী কার্যক্রম চালাবে।
সান নিউজ/সালি