নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)র মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ নার্স এখনো চাকরির সুপারিশ পায়নি বলে অভিযোগ তুলেছেন। উত্তীর্ণদের বয়স ৩০ এর বেশী হওয়ায় অন্য কোন পরীক্ষায় অংশ নিতেও পারছেন না। এ অবস্থায় এসব নার্সদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে ২০১৬ সালের পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ নার্সরা এক মানববন্ধনে এই দাবি জানায়।
তাদের অভিযোগ, ২০২০ সালের ৩০ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় পিএসসির কাছে ছয় হাজার নার্স চাইলেও ২০১৬ সালের ভাইভা থেকে নিয়োগের সুপারিশ না পাওয়া ২০০-৩০০ নার্সকে বাদ দিয়ে ২০১৭ সালের ৫ হাজার ৫৪ জন নার্সকে পুনরায় নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি। এতে করে আগে উত্তীর্ণ ৩০০ নার্স চাকরিপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, আমাদের ৩০০ জন নার্সকে ‘করোনাভাইরাস’ মোকাবিলায় দেশের যেকোনো প্রান্তে নিয়োগের ব্যবস্থা করুন। আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ দিন।
সান নিউজ/জেআর/এফএআর