নিজস্ব প্রতিবেদক: আগামী জুলাই মাসে মরণব্যাধি করোনাভাইরাসের টিকা চীন থেকে পাওয়ার আশা করছে সরকার।
রোববার (২০ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, সিনোফার্মার সঙ্গে আলোচনা আগেই শুরু হয়েছে। আশা করছি জুলাই মাসে চুক্তি স্বাক্ষর হবে।
রাশিয়ার সঙ্গে আলোচনা দুই দফা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা আলোচনা অব্যাহত রেখেছি। ভারতের কাছ থেকে টিকা পাওয়ার বিষয় তিনি বলেন, অক্টোবর পরে টিকা পাওয়া যেতে পারে।
এদিকে শনিবার (১৯ জুন) থেকে রাজধানীসহ সারাদেশে চীন সরকারের উপহার দেওয়া ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা প্রদান কার্যক্রম শুরু। এর মাধ্যমে দেশে দ্বিতীয় পর্যায়ের গণটিকাদান শুরু হয়।
ঢাকা জেলায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে চারটি মেডিকেল কলেজ হাসপাতালে। সেগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।
সাননিউজ/এএসএম