নিজস্ব প্রতিনিধি:
বিশ্ব করোনা মহামারিতে দেশে করোনাভাইরাসে এপর্যন্ত ২৯৫ জন চিকিৎসকসহ মোট ৬৬০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
২৭ এপ্রিল সোমবার সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জানিয়েছেন, এ পর্যন্ত ২৯৫ জন চিকিৎসক, ১১ জন নার্স ও ২৪৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ মোট ৬৬০ জন আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের ১১ শতাংশ।
এ বিষয়ে জানতে চাইলে ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারীরা এই হারে আক্রান্ত হতে থাকলে আগামীতে চিকিৎসাসেবা ব্যবস্থা ভেঙে পরতে পারে।
তিনি জানান, সরকারের কাছে তিনটি প্রস্তাবনা জানিয়ে সেগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএমএ।
বিএমএ’র প্রস্তাবনায় বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে কোভিড হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীকে সঠিক মানের পিপিই, এন-৯৫ বা এর সমমানের মাস্ক দেওয়া জরুরি।
নন কোভিড হাসপাতালে প্রবেশে ট্রায়াজ সিস্টেম চালু করে সেখানে কর্মতরত সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত পিপিই, এন-৯৫ বা সমমানের মাস্ক নিশ্চিত করা এবং সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসন, প্রয়োজনীয় খাদ্য সরবরাহসহ হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা।
সান নিউজ/সালি