নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের পরীক্ষার ক্ষেত্রে সরকার অনুমোদিত টেস্টিং কিটস ব্যবহার করতে হবে। অনুমোদনহীন কোনো কিটস গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী এবং সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদিত কিটসের মাধ্যমেই কেবল পরীক্ষা করা যাবে।
শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মিডিয়া সেলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান ব্রিফ্রিংয়ে এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে দেশব্যাপী সকল হাসপাতালে চিকিৎসা সেবা মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা কাজ করছে। জেলাগুলোতে করোনা পরীক্ষা ও পরিবহনের জন্য ২টি করে আলাদা গাড়ি বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, করোনা রোগীদের সেবায় নতুন আরও দুই হাজার চিকিৎসক এবং ৬ হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে।