নিজস্ব প্রতিবেদক : চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
রোববার (১৬ মে) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে অধিদফতর।
অধিদফতরের মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা নানা বিষয় বিবেচনা করে ইনসেপ্টাকে সিনোফার্মের টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। চলতি মাসেই তারা কাজ শুরু করবে।
সোমবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবে অধিদফতর।
দেশে ২৮ এপ্রিল চীনের টিকা সিনোফার্মের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। এর মধ্যে ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন।
গত দুই মাসে দেশে টিকার কোনো চালান আসেনি। কবে নাগাদ টিকার চালান আসতে পারে, তা কেউ বলতে পারছে না। চুক্তির পর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত দুটি চালানে ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে ৩৩ লাখ ডোজ টিকা।
সান নিউজ/বিএস