স্বাস্থ্য

বাড়িতে করোনা চিকিৎসা সম্ভব : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : একটি থার্মোমিটার, একটি পালস অক্সিমিটার ও ব্লাড প্রেশার পরিমাপের মেশিন ও কিছু ঔষধ থাকলেই বাড়িতে করোনার প্রাথমিক চিকিৎসা করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় অনলাইনে যোগ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম এ অনুষ্ঠানের উদ্ভোধন করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাড়িতে বসে করোনার প্রাথমিক চিকিৎসা দিতে হলে একটি থার্মোমিটার, একটি পালস অক্সিমিটার ও ব্লাড প্রেশার পরিমাপের মেশিন থাকলেই যথেষ্ট। ব্লাড প্রেসার মাপতে হলে শুধু তিনটি যোগ্যতা থাকতে হবে। দৃষ্টি শক্তি, শ্রবণ ক্ষমতা ও ইংরেজি সংখ্যা পড়ার সক্ষমতা। এটা কঠিন কিছু নয়। মূল কাজটা হলো একটা লোককে ট্রেনিং দেয়া। প্রয়োজনীয় ওষুধগুলো আমরা বিনা পয়সায় সরবরাহ করব। কেবল পরীক্ষার খরচটা তাকে দিতে হবে। এসময় তিনি বলেন, করোনার ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার উদ্যোগটি সকলকে দেখানোর জন্য যে, কত সহজে অল্প খরচে বাসায় বসেই করোনার প্রাথমিক চিকিৎসা নেয়া যায়। সম্মিলিতভাবে এই উদ্যোগ না নিলে এটি সফল করা সম্ভব নয়। সরকারকেও সহযোগিতা করতে হবে। শুনেছি দিল্লীতেও করোনা রোগীদের জরুরী সেবা দিতে একই ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।

গণস্বাস্থ্য নগর হাসপাতালে দরিদ্র, মধ্যবিত্ত ও ধনীদের জন্য ভিন্ন ভিন্ন খরচে আইসিইউ’র ব্যবস্থা আছে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আইসিইউতে দৈনিক লাখ টাকা খরচ হবার কোন কারণ নেই, সর্বোচ্চ ৫০/৬০ হাজার টাকা হতে পারে। এছাড়াও আইসিইউ’র সুবিধা সম্পন্ন ৫০ শয্যার একটি করোনা ইউনিট আছে আমাদের। এছাড়া ৮২ সালের ওষুধ নীতি বাস্তবায়ন করলে ১৩০০ টাকার ইনজেকশন ২৫০ টাকায় দেয়া সম্ভব বলেও তিনি অভিমত দেন।

উদ্ভোধনী বক্তব্যে গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, আমাদের করোনা রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। আমরা সুশিক্ষিত একটি দল নিয়ে যদি মানুষের দরজায় যেতে পারি সেটা অনেক সুফল বয়ে আনবে। ঠিক মতো পরিচলনা করতে পারলে এই সেবার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হবে। এটি গণস্বাস্থ্য কেন্দ্রের সময়োপযোগী একটি পদক্ষেপ।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর এই উদ্যোগের প্রশংশা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেন, যা যা বলা হচ্ছে সেগুলো মেনে চলা দরকার। জানুয়ারিতে নতুন ভ্যারিয়েন্ট ঢুকেছে। কিন্তু সেটা আমাদের জানানো হয়নি শুধুমাত্র দুটো অনুষ্ঠান করার জন্য। এটা অত্যন্ত নির্দয় আচরণ। বিশেষ এই উদ্যোগের জন্য তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ধন্যবাদ জানান। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগটি বেশি করে প্রচার করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্টাতা ট্রাষ্টি ডা. জাফারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমান করোনা চিকৎসা সেবার টিম লিডার অধ্যাপক ডা. শওকত আরমান, সোস্যাল সেক্টর ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ডা. এএম জাকির হোসাইন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক নাসিমা ইয়াসমিন প্রমুখ।

পরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ করোনা চিকিৎসার জন্য নির্ধারিত এলাকায় জনস্বার্থে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে উল্লেখ করা হয়:
‘গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা’

ঢাকায় নিজ বাড়িতে থেকে গণস্বাস্থ্য ভ্রাম্যমান করোনা চিকিৎসা দলের সুলভে সেবা নিন।
হাসপাতালসমূহে চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত হবেন না।
বাড়িতে করোনা রোগের পরীক্ষা, পরামর্শ, সেবার প্রশিক্ষণ, অক্সিজেন, ঔষধ ও ফিজিওথেরাপির সুবিধা অল্প খরচে রোগমুক্ত হোন।
রোগাক্রান্ত পরিবারের একজনকে গণস্বাস্থ্য কেন্দ্রে বিনা খরছে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। গত ২৩ এপ্রিল শনিবার থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রাথমিকভাবে ধানমন্ডি এলাকায় গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা দলের চিকিৎসা সেবা শুরু হয় সকাল ৯ টা হতে রাত ৮ পর্যন্ত এ কার্যক্রম চলবে। আগ্রহী ব্যক্তি ও পরিবার নিম্ন ঠিকানায় নিবন্ধন করুন-গণস্বাস্থ্য নগর হাসপাতাল-

ঠিকানা: বাড়ী ১৪/ই, রোড নং ০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন: ৯৬৭০০৭১-৫, ৯৬৭৩৫১২,৯৬৭৩৫০৯, ০১৭০৯৬৬৩৯৯৪,+৮৮০৯৬০২১১১৯৪০, +৮৮০৯৬০২১১১৯৪১
ই-মেইল: [email protected], ওয়েভ: www. Gonoshasthayakendra.org
এছাড়াও আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন CodcRed SOS এপসের মাধ্যমে।
করোনা রোগ মুক্ত ব্যক্তিদের রক্তদান করতে বলুন। তাদের রক্ত থেকে প্লাজমা থেকে তৈরী হয়।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির গেট ভেঙে ভেতরে আন্দোলনকারীরা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পি...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

নৈতিক শিক্ষা স্কুলেই নিশ্চিত করতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,...

নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা