নিজস্ব প্রতিনিধি:
করোনাকালে প্রচারমাধ্যমকে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ পরামর্শ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে মানুষ এখন বন্দিদশা হয়ে আছে। যার ফলে তাদের মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এসময় যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার হয় তবে আশা করি এতে তাদের মানসিক চাপ কমবে। প্রতিনিয়ত তাদের করোনা নিয়ে সুপরামর্শ দিলে তাদের জন্য উপকার হবে।'
এসময় তিনি আরো বলেন, 'মানুষ মানুষের থেকে দূরে থাকতে হবে, কিন্তু সেটা কেউ মানছে না। যদিও কারো সাথে কারো দেখা হয়নি তবুও সংক্রমণ যেন বেড়েই চলেছে। আর এর হাত থেকে বাঁচতে অবশ্যই লকডাউন মেনেই সবার চলতে হবে।'
দেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, 'গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে। বাংলাদেশে নতুন করে ২৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। এছাড়া আজ পরীক্ষা করা হয়েছে ২১৯০ জনের। করোনায় আজ সুস্থ বাড়ি ফিরে গেছেন ৯ জন। মোট সুস্থ হয়েছে ৫৮ জন।'