সান নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাসের ধরন শনাক্ত হয়েছে বাংলাদেশে। এ তথ্য প্রকাশ করেছে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের উন্মুক্ত তথ্যভান্ডার, গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা-জিআইএসএআইডি।
দক্ষিণ আফ্রিকার ধরনটি ছাড়াও করোনাভাইরাসের মোট ১২টি ধরন শনাক্ত হয়েছে বাংলাদেশে। জার্মান প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত, দক্ষিণ আফ্রিকার ধরনটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গেল ২৪শে জানুয়ারি। করোনাভাইরাসের এই স্ট্রেইনটি বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ আফ্রিকার ধরনটির প্রভাবে মারাত্মক অসুস্থতা দেখা দেয়ার প্রমাণ না থাকলেও এই ভাইরাস খুব দ্রুত ছড়ায়। এছাড়া প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা'র করোনার টিকা দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন প্রতিরোধে কম কার্যকরি।
সান নিউজ/এসএম