সান নিউজ ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আজ শনিবারের মধ্যে খালি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জরুরি ভিত্তিতে ঢামেকের বার্ন ইউনিট খালি করার নির্দেশ দেয়।
এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, "সরকারের নির্দেশ পেয়েছি। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তরের প্রক্রিয়া শনিবার থেকে শুরু করবো। আগামীকালের মধ্যেই সব রোগীকে স্থানান্তরের চেষ্টা করবো।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে
বলা হয়, "করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা মহানগরীতে কোভিড-১৯ হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে নির্ধারিত করা অপরিহার্য হয়ে পড়েছে।"
সেখানে আরও বলা হয়, "এমতাবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বর্তমান রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নবনির্মিত ভবনে স্থানান্তর করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"