আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনা ভাইরাসের নকল টিকা বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাকে আটক করা হয়েছে। ব্রিটিম সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতারকরা করোনা টিকার ভায়ালে স্যালাইন ও খনিজ পানি ভর্তি করে বিক্রি করছিল।
বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক ব্যক্তির নাম কং। তিনি স্বীকার করে নিয়েছেন যে, ৫৮ হাজার নকল ভায়াল তৈরির আগে আসল টিকার মোড়ক গবেষণা করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু টিকা বিদেশে পাচার করা হয়েছে।
যদিও কোন দেশে সেসব টিকা পাঠানো হয়েছে, তা এখনো জানা যায়নি। নকল টিকা বিক্রির অভিযোগে আটক হওয়া ৭০ জনের একজন কং। আটকের ঘটনায় ২০টিরও বেশি মামলা হয়েছে। সূত্র: বিবিসি।
সান নিউজ/এসএ