আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শুরুতেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো আবারও কঠোর লকডাউনের পথে হেঁটেছে। করোনার দ্বিতীয় ঢেউ ইইউভূক্ত দেশগুলোতে ব্যাপক প্রভাব ফেলেছে। জার্মানির ১৬টি রাজ্যে ১৪ ফেব্রুয়ারি লকডাউন তুলে নেয়ার কথা থাকলেও তা আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ পরিস্থিতিতে বৈশ্বিক চাহিদা ও ইউরোপজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা বিবেচনায় নিয়ে করোনার ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বায়োএনটেক। খবর ব্লুমবার্গ।
জার্মানির জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক ও মার্কিন বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার মিলে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন উদ্ভাবন করেছে, তার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এ বাড়তি চাহিদা মোকাবেলায় নোভার্টিসের পরিত্যক্ত একটি কারখানাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে বায়োএনটেক।
সান নিউজ/এসএ