নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সরকারি তথ্য অনুসারে সব মিলিয়ে দেশে এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ জন। এতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার দাড়ায় ১১দশমিক ৪৩ শতাংশ।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে থেকে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭০। আর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
শঙ্কার বিষয় হচ্ছে ভাইরাসটির উৎপত্তি স্থল চীনের চেয়ে মৃত্যুর হার অনেক বেশি এদেশে।
বাংলাদেশে করোনায় মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮ জন। দেশে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১১দশমিক ৪৩ শতাংশ। যা ভাইরাসটির উৎপত্তি স্থল চীনের চেয়ে মৃত্যুর হার অনেক বেশি। দেশে প্রায় এক মাসে এ পর্যন্ত ৭০ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। চিকিৎসাধীন আছেন ৩২ জন। মারা গেছেন ৮ জন। যাদের অধিকাংশের বয়স ৬০ উপরে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৬৬ জনের।