নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা পেতে এ পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম।
তিনি বলেছেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত। এখন পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের সহায়তা করবেন, মাঠ স্বাস্থ্যকর্মীরা।
সোমবার সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিক্যাল কলেজের পরিচালকদের সাথে অনলাইন সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য কর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বলে উল্লেখ করে তিনি বলেন, টিকা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৭ জানুয়ারি প্রথম করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এ টিকা দেয়া শুরু হবে।
সান নিউজ/আরআই