সান নিউজ ডেস্ক:
কোভিড-১৯ বিশ্ব মহামারিতে সারা বিশ্ব এখন তটস্থ। এ অবস্তায় আতংক যেন পিছু ছাড়ছে না কারো। চীনে উৎপত্তি হওয়া এ ভাইরাস এখন ১৫২টি দেশে ছড়িয়ে পড়েছে।
বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬,৫০০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ। বাংলাদেশও রয়েছে চরম ঝুঁকিতে।
এ অবস্থায় কোরানা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক COVID-19 বিষয়ক টেকনিক্যাল কমিটির সহায়তায় বাংলাদেশ একটি ন্যাশনাল প্রিপেয়ার্ডনেস গাইডলাইন তৈরি করেছে। কোভিড-১৯ এ আক্রান্ত প্রতিরোধে ও সচেতনতায় কি করতে হবে সেসব নির্দেশনা দেয়া রয়েছে তাদের এ গাইড লাইনে। দেয়া আছে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা লিঙ্কও।
মেডিকেল জার্নালিজম ডিভিশনের মেডিকেল ও ডেন্টাল নিউজ পোর্টাল ‘প্লাটফর্ম’ সুত্রে প্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মেডিকেল বায়োটেকনোলজি) ডা. মারুফুর রহমান অপু তুলে ধরেছেন এই সব গাইড লাইন বা নির্দেশনা। জনস্বার্থে এর পুরোটাই সান নিউজের পাঠকের সামনে তুলে ধরা হলো।
বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকার কি কাজ করছে, জনগণের কি করা উচিৎ, চিকিৎসকদের কী করা উচিৎ, ইত্যাদি বিষয় নিয়ে বিভ্রান্তি ও আতংকে ভুগছে গোটা বাংলাদেশ।
এক্ষেত্রে মনে রাখতে হবে, বিশ্বের প্রতিটি দেশের পরিস্থিতি একইরকম না। ইতালিতে যে পরিস্থিতি, বাংলাদেশে তা নয়।
কোন দেশ কোন পরিস্থিতিতে কি করবে, এছাড়া ট্রিটমেন্ট, হোম কেয়ার, মাস্ক ব্যবহার ইত্যাদি সম্পর্কে আলাদা আলাদা অনেকগুলো গাইডলাইন তৈরি হয়েছে টেকনিক্যাল কমিটি ও আইপিসি কমিটির মতামত অনুসারে।
এসকল কমিটিতে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এর সম্মানিত চিকিৎসকগণসহ, ভাইরলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ সদস্য হিসেবে আছেন।
বাংলাদেশ বর্তমানে স্টেজ-২ তে আছে, এই স্টেজে কি করা হচ্ছে এবং পরের স্টেজগুলোতে কি করা হবে সেটি এই ন্যাশনাল প্রিপেয়ার্ডনেস গাইডলাইনে উল্লেখ আছে।
পুরো গাইডলাইনটি এই লিংক থেকেও ডাউনলোড করা যাবে:
shorturl.at/cqvY4
এছাড়া আইইডিসিআর এর ওয়েবসাইটে আলাদা ভাবে সব গাইডলাইন পাওয়া যাবে এই লিংকেঃ https://www.iedcr.gov.bd/index.php/component/content/article/73-ncov-2019
আলাদা আলাদাভাবে প্রতিটি গাইডলাইনঃ
* ডেইলি প্রেস রিলিজঃ https://www.iedcr.gov.bd/index.php/component/content/article/11-others/227-pressrelease
• সাসপেক্টেড কেস এর ক্লিনিক্যাল ম্যানেজমেন্টঃ https://www.who.int/docs/default-source/coronaviruse/clinical-management-of-novel-cov.pdf?sfvrsn=bc7da517_10&download=true
• সাসপেক্টেড কেস এবং কন্টাক্ট এর হোম কেয়ারঃ https://apps.who.int/iris/rest/bitstreams/1269964/retrieve
• কোয়ারেন্টাইন ক্রাইটেরিয়াঃ https://apps.who.int/iris/rest/bitstreams/1271229/retrieve
• হেলথ কেয়ার ওয়ার্কার রিস্ক এসেসমেন্ট টুলঃ https://apps.who.int/iris/bitstream/handle/10665/331340/WHO-2019-nCov-HCW_risk_assessment-2020.1-eng.pdf
• পিপিই এর র্যাশনাল ব্যবহার গাইডলাইনঃ https://apps.who.int/iris/bitstream/handle/10665/331215/WHO-2019-nCov-IPCPPE_use-2020.1-eng.pdf
• রিস্ক কমিউনিকেশন প্যাকেজ (কোন সেটিং এ কেমন পিপিই ব্যবহার করা উচিত সেঁতা সহ)ঃ https://iris.wpro.who.int/bitstream/handle/10665.1/14482/COVID-19-022020.pdf
• কোভিড-১৯ পরিস্থিতিতে কর্মস্থল ব্যবস্থাপনাঃ https://www.who.int/docs/default-source/coronaviruse/getting-workplace-ready-for-covid-19.pdf?sfvrsn=359a81e7_6
• সোশাল স্টিগমা ব্যবস্থাপনাঃ https://www.who.int/docs/default-source/coronaviruse/covid19-stigma-guide.pdf
• ইনভেস্টিগেশন প্রটোকলঃ https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/technical-guidance/early-investigations
• মাস্ক ব্যবহার নিয়মাবলীঃ https://apps.who.int/iris/rest/bitstreams/1269003/retrieve
• হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য আইপিসি প্রশ্ন উত্তরঃ https://www.who.int/news-room/q-a-detail/q-a-on-infection-prevention-and-control-for-health-care-workers-caring-for-patients-with-suspected-or-confirmed-2019-ncov
• সাসপেক্টেড ইনফেকশন এর ক্ষেত্রে আইপিসি গাইডলাইনঃ https://apps.who.int/iris/rest/bitstreams/1266296/retrieve
• মেন্টাল হেলথঃ https://www.who.int/docs/default-source/coronaviruse/mental-health-considerations.pdf?sfvrsn=6d3578af_8
• মাস গ্যাদারিং প্রিপেয়ার্ডনেস অনলাইন কোর্সঃ https://extranet.who.int/hslp/training/enrol/index.php?id=135
• বাড়িতে পরিচর্যার নির্দেশনা (বাংলা) ঃ https://www.iedcr.gov.bd/images/files/nCoV/Draft%20of%20Home%20care%20for%20patients.pdf
• সকল আগমনী যাত্রীদের প্রতি নির্দেশনাঃ https://www.iedcr.gov.bd/images/files/nCoV/flow%20chart%20for%20all%20arriving%20passengers.pdf
• প্রতিরোধে করনীয় (বাংলা প্রেজেন্টেশন)ঃ https://www.iedcr.gov.bd/images/files/nCoV/2020-01-28%20presentation%20for%20civil%20surgeons.pdf
• সার্ভিলেন্স, কেস ডেফিনেশন, স্পেসিমেন কালেকশনঃ https://www.iedcr.gov.bd/images/files/nCoV/Global-surveillance-for-2019-ncov.pdf
• মাস্ক পরার নিয়মঃ https://www.iedcr.gov.bd/images/files/nCoV/Mask%20use_nCoV.pdf
• আন্তর্জাতিক ভ্রমণকারীদের প্রতি নির্দেশনাঃ https://www.iedcr.gov.bd/images/files/nCoV/Travel%20advice%20final.pdf
• FAQ COVID19- https://www.iedcr.gov.bd/images/files/nCoV/FAQ_COVID-19.pdf
• ভ্রান্ত ধারনা ও জবাবঃ https://www.iedcr.gov.bd/images/files/nCoV/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81%20%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20%E0%A6%93%20%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC-4%20(draft).pdf
• আইপিসি রিকমেন্ডেশনঃ https://www.iedcr.gov.bd/images/files/nCoV/Infection%20Prevention%20and%20Control%20Recommendations_v2.pdf
• জনস্বার্থে আইনের প্রয়োগঃ https://www.iedcr.gov.bd/images/files/nCoV/Public%20announcement%20for%20COVID-19.pdf
এইসব লিঙ্কের প্রচার ও প্রসারে তারা কিছু দিক-নির্দেশনাও দিয়েছেন। এগুলো হলো:
এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সব জায়গায় ছড়িয়ে দেয়া প্রয়োজন। সংশ্লিষ্টরা এইসব ডকুমেন্ট তৈরি করেছেন, হটলাইন সামলাচ্ছেন, ল্যাব এবং সার্ভিলেন্স সামলাচ্ছেন, সাংবাদিকদের সামলাচ্ছেন, এয়ারপোর্ট পরিস্থিতি সামলাচ্ছেন।
প্রত্যেকে দিনরাত প্রতিদিন কাজ করছেন। সবাই মিলে তাদের সাহায্য করা এখন সময়ের দাবি। এইসব ডকুমেন্ট বাংলা করে পোস্টার, এনিমেশন, ভিডিও ইত্যাদি কনটেন্ট তৈরি করে, প্রচার করে, প্রিন্ট করে, বিতরণ করে সাহায্য করাও সম্ভব।
জাতীয় ও বৈশ্বিক দূর্যোগে শুধু সমালোচনা না করে সবাই কাজে সাহায্য করলে নিশ্চয়ই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সুত্র:প্ল্যাটফর্ম
সান নিউজ/সালি