নিজস্ব প্রতিবেদক : করোনা থেকে মুক্তি পাওয়ার লক্ষে দেশের সকল নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘দেশে করোনার ভ্যাকসিন এলে সবাইকে তা বিনামূল্যে দেয়া হবে।’
ভ্যাকসিনের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ পর্যন্ত ৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার চুক্তি করা হয়েছে।’
ঢাকা ও ঢাকার বাইরে করোনা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আরও কিছুদিন দেখা হবে। এর মধ্যে জনগণ সচেতন না হলে প্রয়োজনে জেল-জরিমানা দেওয়া হবে ‘
সান নিউজ/এসএ/এস