নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ডা. জাহিদুর রশীদ সুমন।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় চিকিৎসাদিন অবস্থায় মারা যান তিনি।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি (এফডিএসআর) এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ডা. জাহিদুর রশীদ সুমন প্রথমে করোনায় আক্রান্ত হন। সেখান থেকে সুস্থ হয়ে উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলে জানিয়েছে।
তিনি বলেন, ডা. জাহিদের সর্বশেষ করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। তার অক্সিজেন লেভেল-প্লাটিলেট কমে গিয়েছিল।
সান নিউজ/এসএম/এস