আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে সকল বিজ্ঞানীরা করোনার প্রতিষেধক আবিষ্কারে হাতে হাত মিলিয়ে কাজ করায় দ্রুত করোনার প্রতিষেধক পাওয়া যাবে বলে আশা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন। তিনি নতুন বছরের শুরুতে কমপক্ষে দুটি করোনা ভাইরাসের প্রতিষেধক মিলবে বলে আশারবাণী শোনালেন।
সৌম্যা বলেন, করোনাকালে বিশ্বের বৈজ্ঞানিকরা যেভাবে একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন সেটি ইতিবাচক। এতে অন্যদের জ্ঞানলাভ হচ্ছে বলে জানান তিনি। একটি ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক বলেন, অভুতপূর্ব সাফল্যের সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে চলছে করোনা থেকে বিশ্বকে মুক্ত করার কাজ। যেভাবে করোনা পরীক্ষার জন্য অ্যান্টিজেন টেস্ট এসেছে, তারও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, টিকা নিয়ে ভালভাবে এবং দ্রুত কাজ এগিয়ে চলছে। আগামী বছরের শুরুর দিকে কমপক্ষে দুটি নিরাপদ ও কার্যকরী প্রতিষেধক পাওয়া যাবে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
সান নিউজ/এসকে