আন্তর্জাতিক ডেস্ক :
পাঁচ মিনিটেরও কম সময়ে করোনার পরীক্ষার রিপোর্ট দিতে পারে এমনই সফল নতুন কিট তৈরি করেছেন বলে দাবী করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। যে কোন গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত করোনা ভাইরাস পরীক্ষার জন্য এই কিটটি ব্যবহার করা যেতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা।
অক্সফোর্ড সূত্রে জানা গেছে, আগামী বছরের শুরু থেকে এই কিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে এবং ছয় মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য বাজারে চলে আসবে। বিজ্ঞানীরা বলেছেন, শরীরে অন্য প্রকার ভাইরাস থাকলেও খুব কম সময়ের মধ্যেই করোনা ভাইরাসকে চিহ্নিত করতে পারবে এই কিট।
অক্সফোর্ডের পদার্থবিজ্ঞানের অধ্যাপক অচিলিস কাপানিডিস বলেন, ‘এই কিটের সাহায্যে খুব সহজ পদ্ধতিতে করোনা ভাইরাস পরীক্ষা করাও সম্ভব। এতে সময় ও খরচ উভয়ই কমবে।
সান নিউজ/ এসকে