সান নিউজ ডেস্ক :
মহামারি করোনায় সারা বিশ্বসহ বাংলাদেশের বিশিষ্ট ব্যাক্তিরা প্রাণ হারিয়েছেন। স্তবির হয়ে পড়েছিল সমগ্র বিশ্ব। আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে সমগ্র বিশ্ব। এরই মধ্যে প্থিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। শিশু থেকে বৃদ্ধ বা ধনী-গরিব কাউকেই ছাড় দিচ্ছে না এই করোনাভাইরাস।
লকডাউনের সময়ে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে রাখা গেলেও, লকডাউন তুলে দেওয়ার পর এখন প্রতিদিন লাখো লোক আক্রান্ত হচ্ছে ভয়াবহ ভাইরাসটিতে। পুরো বিশ্বকে ব্যস্ত রেখেছে করোনা, নতুন নতুন উপসর্গ আর মানুষের ভোগান্তির জন্য পুরো বিশ্ববাসী রয়েছে আতঙ্কে।
চিকিৎসকদের মতে প্রায়ই মানব শরীরে করোনার লক্ষণগুলোর পরিবর্তন হচ্ছে। খাবারের স্বাদ গন্ধ না পাওয়াটাও করোনার লক্ষণ বলে খুঁজে পাচ্ছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি লন্ডনের কিংস কলেজের গবেষনায় নতুন এ তথ্য ওঠে এসেছে। এখানে বলা হয়েছে, এই ভাইরাস অত্যন্ত দ্রুত নিজেকে বদল করে৷ শরীরের বিভিন্ন অংশে ব্যাথা এই রোগের নতুন লক্ষণ ৷ মাথা ব্যাথা শরীরেই ব্যাথার লক্ষণ দেখা দেওয়ার পর আক্রান্ত ব্যক্তির জ্বর আসতে পারে। তবে আগের মতোই আক্রান্তদের সর্দি -কাশি থাকছেই৷ কারো কারো আবার শরীরে র্যাশ দেখা দিচ্ছে।
এক দিনে সংক্রমিতের সংখ্যায় সারা বিশ্বে বর্তমানে এক নম্বরে উঠে এসেছে ভারত। এর পরে রয়েছে আমেরিকা ও ব্রাজিল৷
আমাদের এখানেও প্রতিদিন হাজার ছাড়িয়ে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই করোনা থেকে নিরাপদে থাকতে সতর্ক থাকুন আর স্বাস্থ্যবিধি মেনে চুলন।
সান নিউজ/পিডিকে