মাহিদুল হোসেন সানি: সারাদেশে তীব্র শীতের সাথে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে করে প্রতিদিন এ রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিল। এ সময় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সাথে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪ জন।
শনিবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫৩ জন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯ জন, ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, রাজশাহী বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১,০০,৮৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩,৬৬৯ জন পুরুষ (৬৩.১%) এবং ৩৭,১৯৯ জন মহিলা (৩৬.৯%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭০ জন। এর মধ্যে ২৭৭ জন পুরুষ (৪৮.৬%) এবং ২৯৩ জন মহিলা (৫১.৪%)।
এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৯,৫৭৮ জন।
আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
অপরদিকে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৭,৮২০ জন, ঢাকা উত্তর সিটিতে ২১,২০৩ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ জন, গাজীপুর সিটি করপোরেশনে ৩ জন, (সিটি করপোরেশনের বাইরে) ঢাকা বিভাগে ১৮,৬৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫,৩৪৭ জন, রাজশাহী বিভাগে ৩,৮৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩,৩৫৬ জন, রংপুর বিভাগে ১,৫০৯ জন, বরিশাল বিভাগে ৮,৭৫৯ জন, খুলনা বিভাগে ৯,৯৫৬ জন এবং সিলেট বিভাগে ৩৩৮ জন রয়েছে।
সান নিউজ/এমএইচ