নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৭ জন। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৬৮৫ জন।
আরও পড়ুন : জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস
মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫০৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৬৮৫ জন।
আরও পড়ুন : অস্থিরতা করলে ভারত ভালো থাকবে না
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ১৪ জন, বাকি ১ হাজার ৫৪৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
সান নিউজ/এমআর