নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৮ জন।
আরও পড়ুন : অসাম্প্রদায়িক দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ
শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৩৮ জন। তাদের মধ্যে ২১৫ জন পুরুষ ও ২২৩ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৬ জন।
আরও পড়ুন : ধাপে ধাপে নির্বাচনের দিকে যাবে সরকার
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই সময়ে মারা যাওয়া দুইজনই নারী।
সান নিউজ/এমআর