ঠাকুরগাঁও প্রতিনিধি : বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্স অপসারণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও নার্সিং ও মিডওয়াইফারী ইনস্টিটিউটের শিক্ষানবিশ নার্সরা। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
আরও পড়ুন : সাজেকে আটকা ২৫০ পর্যটক
বুধবার দুপুরে এসব কর্মসূচি পালন করে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি সমূহ হলো- বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোন ভূয়া নার্স কাজ করতে পারবে না। এজন্য সিভিল সার্জনের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করতে হবে। সেসব হাসপাতালে নাসিং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রেকটিস ও ইনটার্নশীপ করার অনুমতি দিতে হবে, তাদের অপারেশন থিয়েটারে কাজ করার অনুমতি দিতে হবে। প্রতিটি ক্লিনিকে রোগীর আনুপাতিক হারে নার্স নিয়োগ করতে হবে। নাসিং এন্ড মিডওয়াইফারী সনদ ব্যতিত কাউকে নার্স হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।সরকারি নিয়ম অনুযায়ী ডিউটি সিফট চালু করতে হবে। নার্সদের সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পরবর্তীতে অভিজ্ঞতা অনুয়ায়ী বেতন বাড়াতে হবে এবং ঝুকিভাতা প্রদান করতে হবে, নারী নার্সদের যৌন হয়রানি করা যাবে না। ইন্টারশীপ শেষে সনদপত্র প্রদান করতে হবে এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নার্সিং ভাতা প্রদান করতে হবে।
সান নিউজ/এমআর