জেলা প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে বাংলাদেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
সোমবার (১৯ আগস্ট) থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। গঠন করা হয়েছে ৬ সদস্যের একটি মেডিক্যাল টিম।
উপ-পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের মাধ্যমে এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক রয়েছি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বলেন, মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’ কে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাঙ্কিপক্স সচেতনতায় হটলাইন চালু
তিনি বলেন, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বন্দরে জরুরি আই সল্যুশন ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।
সান নিউজ/এএন