নিজস্ব প্রতিবেদক:
বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত ইপিআই কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, সাপ্তাহিক 'চন্দনা' পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ প্রমুখ।
ডা. খালেদুর রহমান মিয়া জানান, পক্ষকালব্যাপী ক্যাম্পেইনে ছয়মাস থেকে এক বছর বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং এক বছর থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।