নিজস্ব প্রতিবেদক:
বিতর্কিত টিকটকার অপু ভাই ও মামুনসহ কয়েকজনের টিকটক ও লাইকি আইডি ব্যান করা হচ্ছে।
মারামারি ও হিংসাত্মক বিষয়ে তরুণ সমাজকে বিপথে নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ‘সাইবার-৭১’।
সোমবার (৩ আগস্ট) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে ‘সাইবার-৭১’ অফিসিয়াল পেইজে পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় জানান, অপু-মামুনসহ বিকৃত ভিডিও প্রস্তুতকারীদের বিষয়ে টিকটকের আঞ্চলিক প্রধানের সঙ্গে কথা হয়েছে। অপু- মামুনের আইডি খুব শিগগিরই ব্যান করা হবে বলে জানিয়েছেন তারা।
হৃদয় আরো জানান, এ বিষয়ে টিকটকের অফিসিয়াল পেইজেও ঘোষণা দেওয়া হবে।
জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের বিতর্কিত মুখ ‘অপু ভাই’কে সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের আলাউল অ্যাভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় আলাউল অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করছেন।
চীনা অ্যাপস টিকটকে নানা ধরনের বিকৃত ভিডিও তৈরি করে ব্যাপক আলোচনায় আসে অপু। সামাজিকমাধ্যমে নতুন ‘গ্যাং কালচার’ তৈরির অভিযোগ রয়েছে অপু ও মামুনসহ একাধিক টিকটকারের বিরুদ্ধে।
অপুকে গ্রেপ্তারের পর এবার মামুনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সান নিউজ/ এআর