সান নিউজ ডেস্ক:
স্মার্টওয়াচের বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থানে থাকা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে দেশের বাজারে নতুন স্মার্টওয়াচ জিটি ২ই এনেছে। এতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটরিং ফিচার।
যার মাধ্যমে শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা মাপা যাবে।
রোববার ৫ জুলাই এক অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে ওয়াচ জিটি-২ই বাংলাদেশের বাজারে নিয়ে আসার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
দুই সপ্তাহ ব্যাটারি ব্যাক-আপ দেয়া ওয়াচ জিটি-২ই গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ক্ল্যাসিক ও স্পোর্টস ধারণার নকশার সমন্বয়ে ওয়াচ জিটি-২ই আগের সংস্করণের তুলনায় ডিজাইনে নতুনত্ব নিয়ে এসেছে। এতে ব্যবহার করা হয়েছে রঙের বৈচিত্র্য। ওয়াচ জিটি-২ই’তে প্রায় পাঁচশ মিউজিক সংরক্ষণ করা যাবে।
অনুশীলনের সময় ব্লু-টুথ হেডফোন ও হুয়াওয়ে মিউজিকের মাধ্যমে এগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এর দাম ধরা হয়েছে ১৩ হাজার ৪৯৯ টাকা।
অনলাইন ব্রিফিংয়ে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর জিটিএম ডিরেক্টর ঝেং বেনইয়াং বলেন, ওয়াচ জিটি সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় ওয়াচ জিটি-২ই’তে কালারফুল ডিজাইনসহ যোগ করা হয়েছে অত্যাধুনিক ফিচার। আশা করি, গ্রাহকদের মন জয় করতে পারবে নতুন ওয়াচ জিটি-২ই।
সান নিউজ/সালি