নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মোজাম্মেল হক লালু পেয়েছেন ১১৮ ভোট। তার নিকটতম এটিএন নিউজের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা পেয়েছেন ৬০ ভোট। মাহমুদুল আলম নয়ন পেয়েছেন ১২৫ ভোট। তার নিকটতম কালেরকণ্ঠের ফটোগ্রাফার আবুল কালাম আজাদ ঠান্ডা পেয়েছেন ৩৭ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ীরা হলেন আবদুল মোত্তালিব মানিক (কালের খবর), জিএম ছহির উদ্দিন সজল (আরটিভি) ও নাজমুল হুদা নাসিম (যুগান্তর)।
আরও পড়ুন: এফডিসি থেকে হিরো আলমকে বের করে দেওয়া হলো
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান রানা (করতোয়া) ও এসএম কাওছার (সমকাল), কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ (নয়াদিগন্ত), সাহিত্য সম্পাদক পদে জেএম রউফ (দেশটিভি), ক্রীড়া সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (উত্তরকোণ) ও পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম (উত্তরকোণ)।
দপ্তর সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় দৈনিক জনকণ্ঠের শফিউল আযম কমল নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৯ পদে নির্বাচিতরা হলেন রেজাউল হাসান রানু (বগুড়া), আমজাদ হোসেন মিন্টু (বাংলাদেশের খবর), আব্দুস সালাম বাবু (আলো প্রতিদিন), আবদুর রহিম (খোলা কাগজ), তোফাজ্জল হোসেন (খোলা কাগজ), সাজ্জাদ হোসেন পল্লব (প্রভাতের আলো), সবুর আল মামুন (এনএনবি), সাজেদুর রহমান সিজু (প্রভাতের আলো), মেহেরুল সুজন (যমুনা টিভি)।
আরও পড়ুন: কাঞ্চন-নিপুণ প্যানেলকে রক্ষা করতে গিয়ে হেরেছি
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৯৯ ভোটের মধ্যে ১৮৭ ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টু, সদস্য শফিউল আযম কমল ও আবদুস সালাম বাবু গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন।
সান নিউজ/এমকেএইচ