সান নিউজ ডেস্ক:
আবারও পৃথিবীর খুব কাছে আসতে চলেছে গ্রহাণু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এই তথ্য জানিয়েছে। বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ২০১৮ ভিপিআই।
নাসার বিজ্ঞানীদের ধারণা, মার্কিন নির্বাচন যখন চলবে তখন এই গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর ফলে ভূখণ্ডের কতটা ক্ষতি হতে পারে তা এখনও নিশ্চিত হন মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহাণু কি পৃথিবীকে স্পর্শ করতে পারে? সেটা খুঁজে বের করাটাই এখন বড় চ্যালেঞ্জ মার্কিন এই গবেষণা সংস্থার কাছে।
মহাকাশ বিজ্ঞানীরা অবশ্য বলছেন, ধেয়ে আসা গ্রহাণুর ব্যাস খুব বেশি নয়। আনুমানিক প্রায় ছয় ফুটের মতো হতে পারে। যদিও এই বিষয়ে আরও পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।
নাসার বিজ্ঞানীরা মনে করছেন আঘাত নয়, একেবারে পৃথিবীর শরীর ছুঁয়ে যাবে এই গ্রহাণু! ফলে কিছুটা হলেও ভূখণ্ডে এটি আছড়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে এতে বড়সড় কোনও ক্ষতির আশঙ্কা নেই বলেই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
বিজ্ঞানীদের হিসেবে, ওই গ্রহাণু ৩ নভেম্বরের আগেই চলে আসছে পৃথিবীর কাছাকাছি। উল্লেখ্য, ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার পালোরমার অবজারভেটরিতে প্রথমবার এই গ্রহাণুর অস্তিত্ব সম্পর্কে জানতে পারা যায়। সেই থেকেই মহাকাশ গবেষকরা এই স্পেস-রকটির উপর নজর রাখছিলেন।
গত মাসখানেক আগে কপাল গুনে রক্ষা পায় পৃথিবী। সেবার পাঁচটি গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার কথা বলা হয়েছিল।