গাইবান্ধা জেলা প্রতিনিধি: শুভ্র নীল শাড়ি পরে, মেঘের ভেলায় ভেসে, শরৎ এলে শিমুল তুলায়, কাশফুলের দোলায় নেচে। নীল আকাশে সাদা মেঘ আর কাশফুলের মিতালি শরতের পরিচিত দৃশ্য।
আরও পড়ুন: সাজেকে যানচলাচল স্বাভাবিক
প্রকৃতিতে বর্ষা শেষে আগমন ঘটে শরতের। নীল আকাশে সাদা মেঘ আর হাওয়ায় দুলতে থাকা কাশফুল মনে করিয়ে দিচ্ছে এখন চলছে শরৎকাল। প্রতিবছরে শরৎ এসে বাঙালির মনে দেয় শুভ্রতা।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট সংলগ্ন ব্র²পুত্র নদের চরে সারি সারি কাশফুল দেখতে আসছেন অসংখ্য দর্শনার্থী। চরে কাশফুলের একটু ছোঁয়া নিতে আসছে দর্শনার্থীরা।
সময়টাকে উপভোগ করার পাশিপাশি ক্যামেরাবন্দি করে রাখছে তারা। এমন মনোমুগ্ধকর পরিবেশে সেলফি তোলা নিয়ে ব্যস্ত তরুণ-তরুণীরাও। শরতের ডাকে সাড়া দিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বহ্মপুত্র নদের চরে সারি সারি কাশফুলের শুভ্রতা নিতে আসছে দর্শনার্থীরা।
প্রতিবছর আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার দর্শনার্থীর আগমন ঘটে। প্রকৃতির এ মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পেরে খুশি দর্শনার্থীরা।
সান নিউজ/এনকে