নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কালিবাড়ি এলাকায় নৌকা তৈরি ও বেচা-কেনার হাট জমে উঠেছে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
মূলত প্রতি বছর বর্ষা মৌসুমে চলন বিল, রহুল বিলসহ বেশ কয়েকটি বিলকে ঘিরে নৌকা তৈরি ও বেচা-কেনার হাট জমে উঠে। উপজেলার মেন্দা কালিবাড়ি এলাকার কারিগরদের তৈরি নৌকার রয়েছে বিশেষ চাহিদা। এ উপজেলার চাহিদা মিটিয়ে নৌকা বিক্রি হচ্ছে পাশ্ববর্তী ফরিদপুর ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকাতেও। বর্তমানে নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় কাটছে কালিবাড়ি এলাকার মিস্ত্রিদের।
কাঠভেদে তিন থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে নৌকা তৈরি করেন তারা। মাছ ধরা আর বর্ষা মৌসুমে ব্যক্তিগত যাতায়াত ও পশু-পাখির খাদ্য সংগ্রহের জন্য এই নৌকা ব্যবহার করেন স্থানীয়রা। এই নৌকাগুলো সাধারণত ১০ হাত হয়। এছাড়া ১২-১৩ হাত লম্বা নৌকাও রয়েছে। কাঠের ওপর নির্ভর করে নৌকার দাম নেয়া হয়।
স্থানীয় মনির নামে এক মিস্ত্রি (৫০) জানান, পৈত্রিকভাবেই নৌকা তৈরির কাজে জড়িত তিনি। বাইচের নৌকাও বানান। এসব নৌকা চলনবিল এলাকার মোহনপুর, বড় মোহনপুর, ছোট পাঙ্গাসী, বড়পাঙ্গাসীসহ ধানুয়াঘাটা, লাউতারায় যায়। তবে বর্তমানে লোহা ও কাঠের দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরির খরচ কিছুটা বেড়েছে।
ভাঙ্গুড়া উপজেলা ভবানীপুর এলাকা থেকে ডিঙি নৌকা কিনতে আসা জসিম (৫০) বলেন, ‘আমি ব্যক্তিগত চলাচল ও মাছ ধরার জন্য মেন্দা কালিবাড়ি এলাকায় নৌকা কিনতে এসেছি। তবে গতবারের তুলনায় দাম একটু বেশি।’
সান নিউজ/ এমবি